ছেড়ে দাও ওসব কথা, বাদ দাও,
ভুলে যেও সবটুকুই; সবকিছু, পারলে নামটাও।
এই রোদজ্বলা দুপুরগুলোয় আমার হাটাহাটিই সার,
আমায় কেউ ছায়া দেবে না........
সরে যাও, দূরে; আমার পথটুকুও না মাড়িয়ে,
আমায় করতে চেও না নিজের ছায়াটাও।
*******************************
বিলডাকাতিয়ার পাড়ে প্রখর সূর্যের হাসি,
কোন সে গাঁয়ে বাঁশির সুর সর্বনাশী,
সেই সে বাঁশির সুর আমায় টেনে নামায় জলে, অন্ধকারে;
জোৎস্নারাতে কি অপরূপ!
যুবতী বিলডাকাতিয়া।
*******************************
বুকের ভিতর থিকা উথলে ওঠে দুঃখ
তাহার ভিতর সম্ভাবনার বীজ
সেই জমি বর্গায় চাষ করে অপরাজিতা।
ভুলে যেও সবটুকুই; সবকিছু, পারলে নামটাও।
এই রোদজ্বলা দুপুরগুলোয় আমার হাটাহাটিই সার,
আমায় কেউ ছায়া দেবে না........
সরে যাও, দূরে; আমার পথটুকুও না মাড়িয়ে,
আমায় করতে চেও না নিজের ছায়াটাও।
*******************************
বিলডাকাতিয়ার পাড়ে প্রখর সূর্যের হাসি,
কোন সে গাঁয়ে বাঁশির সুর সর্বনাশী,
সেই সে বাঁশির সুর আমায় টেনে নামায় জলে, অন্ধকারে;
জোৎস্নারাতে কি অপরূপ!
যুবতী বিলডাকাতিয়া।
*******************************
বুকের ভিতর থিকা উথলে ওঠে দুঃখ
তাহার ভিতর সম্ভাবনার বীজ
সেই জমি বর্গায় চাষ করে অপরাজিতা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন