মন তোর সব কথা তুই বল
তোর মনের দরজা খোল
মন দরজার চাবি তোরই হাতে।
ও তুই বড়ই সাধারণ
তোর কথার মাঝেই মন
আর এক ফোঁটা জল দুটি আখিঁপাতে।
মন তোর কথা বলার আশা
আর না বলার সে ভাষা
দে ভাসিয়ে মন গঙ্গায় প্রাতে।
ও তোর মন ময়ূর পাখা মেলা
রোদের ছায়ায় আকাশ-কুসুম খেলা
সব যে ভেজা কোমল বৃষ্টিতে।
মন তোর ধৈর্য ধরার বাঁধ
আরও বেঁচে থাকার সাধ
হারিয়ে গেছে এক জোৎস্না রাতে।
তোর মনের দরজা খোল
মন দরজার চাবি তোরই হাতে।
ও তুই বড়ই সাধারণ
তোর কথার মাঝেই মন
আর এক ফোঁটা জল দুটি আখিঁপাতে।
মন তোর কথা বলার আশা
আর না বলার সে ভাষা
দে ভাসিয়ে মন গঙ্গায় প্রাতে।
ও তোর মন ময়ূর পাখা মেলা
রোদের ছায়ায় আকাশ-কুসুম খেলা
সব যে ভেজা কোমল বৃষ্টিতে।
মন তোর ধৈর্য ধরার বাঁধ
আরও বেঁচে থাকার সাধ
হারিয়ে গেছে এক জোৎস্না রাতে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন