আঙুলের কড়ে গোনা সময়,
কড় ক্ষয়ে যাওয়া প্রান্তদ্বয়,
আমি জানি তো, জানি নিশ্চয়,
আজ সকালের জীবন অকারন।
তার দুটি প্রান্তে ঘুম,
সেথায় অন্ধকারের ধুম,
সেই অন্ধকারেই নিঝুম,
আলেয়ার মত একটুখানি জীবন।
কড় ক্ষয়ে যাওয়া প্রান্তদ্বয়,
আমি জানি তো, জানি নিশ্চয়,
আজ সকালের জীবন অকারন।
তার দুটি প্রান্তে ঘুম,
সেথায় অন্ধকারের ধুম,
সেই অন্ধকারেই নিঝুম,
আলেয়ার মত একটুখানি জীবন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন