রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১২

অলীক স্বপ্নব্যঞ্জন

আঁধার বাড়ানো জোনাক জ্বলা রাত পেরিয়ে একমুঠো সোনা রোদ আমার গায়ে,
ছোট্ট জানালাটা গলে অসীম আকাশের একখন্ড সীমিত আকাশ আমার বিছানায়।

মৃদমন্দ ঠান্ডা বাতাসে বিক্ষিপ্ত মন আমার,
মহাকাব্যের বন্দরে ক্ষুদ্র এক জাহাজ হয়ে,
                                                            নোঙর করতে চায়।

পিচের চকচকে রাস্তায় তলাখসা জুতো আমার,
হাজার বছর ক্লান্তিহীন পৃথিবীর পথে হেটে,
                                                            জীবনানন্দ পেতে চায়।

শেওলা পিছল ছাদে বসে শুকিয়ে আসা চোখ আমার,
কনে দেখা আলোয় এক লহমায় বিশ্ব-চরাচর,
                                                            দেখে নিতে চায়।

কোমল অন্ধকারে এলোমেলো সন্ধ্যায় আমার হাত,
বৃষ্টির সবটুকু ছোঁয়া-অছোঁয়া জলকণা,
                                                            ধরে রাখতে চায়।

আর হাজার বছরের পুরোনো গভীর আঁধারে সমস্ত জীবন আমার,
কেবল উৎসুক হয়ে আরেকটি নতুন ভোরের অপেক্ষা,
                                                            করে যেতে চায়।

২টি মন্তব্য:

  1. আর হাজার বছরের পুরোনো গভীর আঁধারে সমস্ত জীবন আমার,
    কেবল উৎসুক হয়ে আরেকটি নতুন koiter অপেক্ষা,
    করে যেতে চায়।

    উত্তরমুছুন