কি একটা সমস্যা হচ্ছে আজকাল।
নাকি এসবই কেবল শেষ রাতের ঘামে ভেজা দুঃস্বপ্ন কোন?
পাতায় কাটা কালো দাগগুলো আজ আর কেন কবিতা হয়ে উঠছে না?
তবে কি এখানেই শেষ?
শেষপ্রান্ত এমনকী ধ্বংসেরও?
অথবা কেবলই শুরু অন্ধকারে পথ চলার?
শেষ কখনো কখনো কত সহজেই না শুরু হয়ে যায়!
নাকি এসবই কেবল শেষ রাতের ঘামে ভেজা দুঃস্বপ্ন কোন?
পাতায় কাটা কালো দাগগুলো আজ আর কেন কবিতা হয়ে উঠছে না?
তবে কি এখানেই শেষ?
শেষপ্রান্ত এমনকী ধ্বংসেরও?
অথবা কেবলই শুরু অন্ধকারে পথ চলার?
শেষ কখনো কখনো কত সহজেই না শুরু হয়ে যায়!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন