এ কি উলঙ্গ সন্ন্যাস!
নগ্ন আফ্রোদিতির পায়ের পাতায় জমাট বাধে প্রেম।
এ কি উন্মাদ নৃত্য!
চেতনাশ্রান্ত বেলাভূমিতে গজিয়ে ওঠে নতুন ঘাস।
জীবন স্রোতের নতুন সাজ,
আকর্ষণের তীব্র ঝাঁঝ,
ধ্বংসকাব্যের বাঁধভাঙা অন্ধকারে আজ,
কেবল একাকীত্বটুকুই দায়।
নগ্ন আফ্রোদিতির পায়ের পাতায় জমাট বাধে প্রেম।
এ কি উন্মাদ নৃত্য!
চেতনাশ্রান্ত বেলাভূমিতে গজিয়ে ওঠে নতুন ঘাস।
জীবন স্রোতের নতুন সাজ,
আকর্ষণের তীব্র ঝাঁঝ,
ধ্বংসকাব্যের বাঁধভাঙা অন্ধকারে আজ,
কেবল একাকীত্বটুকুই দায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন