সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০১২

নিজেকে উৎসর্গ করে লেখা

মন তোর সব কথা তুই বল
তোর মনের দরজা খোল
মন দরজার চাবি তোরই হাতে।

ও তুই বড়ই সাধারণ
তোর কথার মাঝেই মন
আর এক ফোঁটা জল দুটি আখিঁপাতে।

মন তোর কথা বলার আশা
আর না বলার সে ভাষা
দে ভাসিয়ে মন গঙ্গায় প্রাতে।

ও তোর মন ময়ূর পাখা মেলা
রোদের ছায়ায় আকাশ-কুসুম খেলা
সব যে ভেজা কোমল বৃষ্টিতে।

মন তোর ধৈর্য ধরার বাঁধ
আরও বেঁচে থাকার সাধ
হারিয়ে গেছে এক জোৎস্না রাতে।

রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১২

অলীক স্বপ্নব্যঞ্জন

আঁধার বাড়ানো জোনাক জ্বলা রাত পেরিয়ে একমুঠো সোনা রোদ আমার গায়ে,
ছোট্ট জানালাটা গলে অসীম আকাশের একখন্ড সীমিত আকাশ আমার বিছানায়।

মৃদমন্দ ঠান্ডা বাতাসে বিক্ষিপ্ত মন আমার,
মহাকাব্যের বন্দরে ক্ষুদ্র এক জাহাজ হয়ে,
                                                            নোঙর করতে চায়।

পিচের চকচকে রাস্তায় তলাখসা জুতো আমার,
হাজার বছর ক্লান্তিহীন পৃথিবীর পথে হেটে,
                                                            জীবনানন্দ পেতে চায়।

শেওলা পিছল ছাদে বসে শুকিয়ে আসা চোখ আমার,
কনে দেখা আলোয় এক লহমায় বিশ্ব-চরাচর,
                                                            দেখে নিতে চায়।

কোমল অন্ধকারে এলোমেলো সন্ধ্যায় আমার হাত,
বৃষ্টির সবটুকু ছোঁয়া-অছোঁয়া জলকণা,
                                                            ধরে রাখতে চায়।

আর হাজার বছরের পুরোনো গভীর আঁধারে সমস্ত জীবন আমার,
কেবল উৎসুক হয়ে আরেকটি নতুন ভোরের অপেক্ষা,
                                                            করে যেতে চায়।
আঙুলের কড়ে গোনা সময়,
কড় ক্ষয়ে যাওয়া প্রান্তদ্বয়,
আমি জানি তো, জানি নিশ্চয়,
                   আজ সকালের জীবন অকারন।

তার দুটি প্রান্তে ঘুম,
সেথায় অন্ধকারের ধুম,
সেই অন্ধকারেই নিঝুম,
                   আলেয়ার মত একটুখানি জীবন।

বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১২

টুকরো কিছু কথা কবিতার খাতা থেকে

ছেড়ে দাও ওসব কথা, বাদ দাও,
ভুলে যেও সবটুকুই; সবকিছু, পারলে নামটাও।

এই রোদজ্বলা দুপুরগুলোয় আমার হাটাহাটিই সার,
আমায় কেউ ছায়া দেবে না........
সরে যাও, দূরে; আমার পথটুকুও না মাড়িয়ে,
আমায় করতে চেও না নিজের ছায়াটাও।

*******************************

বিলডাকাতিয়ার পাড়ে প্রখর সূর্যের হাসি,
কোন সে গাঁয়ে বাঁশির সুর সর্বনাশী,
সেই সে বাঁশির সুর আমায় টেনে নামায় জলে, অন্ধকারে;
জোৎস্নারাতে কি অপরূপ!
যুবতী বিলডাকাতিয়া।

*******************************

বুকের ভিতর থিকা উথলে ওঠে দুঃখ
            তাহার ভিতর সম্ভাবনার বীজ
সেই জমি বর্গায় চাষ করে অপরাজিতা।

তোমার এষণায়

তুমি এসো-
         শ্রাবণ ঘণঘোরে,
         আমার ঘোর হয়ে,
                   বৃষ্টি ভেজা চুলে।

তুমি এসো-
         ঝঞ্ঝা বিক্ষুব্ধতায়,
         আমার অশান্তি হয়ে,
                   শ্রান্ত-শান্ত মনে।

তুমি এসো-
         কাঁকনের কলরবে,
         আমার হৃদকম্পন হয়ে,
                   নীলাম্বরীতে।

তুমি এসো-
         অসামাল পায়ে,
         কেবলই সুর হয়ে,
                   অশ্রু সজল চোখে।

মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১২

কি একটা সমস্যা হচ্ছে আজকাল।
নাকি এসবই কেবল শেষ রাতের ঘামে ভেজা দুঃস্বপ্ন কোন?
পাতায় কাটা কালো দাগগুলো আজ আর কেন কবিতা হয়ে উঠছে না?

তবে কি এখানেই শেষ?
শেষপ্রান্ত এমনকী ধ্বংসেরও?
অথবা কেবলই শুরু অন্ধকারে পথ চলার?
শেষ কখনো কখনো কত সহজেই না শুরু হয়ে যায়!

সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১২

পার্থক্য

তোমার ঠোঁটের দিকে তাকিয়ে একদিন বলে উঠেছিলাম
"ভালোবাসায় নাকি খাঁদ নেই। আমিতো দেখতে পাই অনেকটাই আছে।"
তোমার ছোট উচ্চারণ "ব্যাখ্যা কর।"
বলেছিলাম "ঝগড়া, হিংসা কিংবা শরীরের চাহিদা, খাঁদ নয় বুঝি?"
তুমি হেসে উঠে গেয়েছিলে পুরোনো এক গান......
"যে জন প্রেমের ভাব জানে না......."
আরও বললে "তুমি আজও সোনা-খাঁদের পার্থক্য করতে পারলে না।"

তোমার কথায় হেসে উঠেছিলাম, হেসে উঠেছিলাম
হো হো করে, প্রচন্ড শব্দে।
তুমি বিরক্ত হয়ে বলেছিলে, "ইশ, এতো বিশ্রী করে হেসো না তো।"
তবু হাসি আমার থামে নি সেদিন।

আজও তেমনি বিশ্রী করেই হাসি আমি।
দেখবে না?

Open Letter For You

Together, we spent thousands of miles,
Forever, I wanted you to be mine,
However, we are seperated now, but
Never, ask me how much I love you.

I waited but I shouldn't,
I tried but I couldn't,
I wanted but I didn't,
Ever, tell you how much I love you.

I forgot and you lied,
I wronged and you hated,
I went and you passed away,
But you didn't know how much I love you.

I know I left you no way,
Now there's nothing left to cry,
I'm not enough lucky to die,
When I truely know how much I love you.
এ কি উলঙ্গ সন্ন্যাস!
              নগ্ন আফ্রোদিতির পায়ের পাতায় জমাট বাধে প্রেম।
এ কি উন্মাদ নৃত্য!
              চেতনাশ্রান্ত বেলাভূমিতে গজিয়ে ওঠে নতুন ঘাস।

                                  জীবন স্রোতের নতুন সাজ,
                                  আকর্ষণের তীব্র ঝাঁঝ,
                                  ধ্বংসকাব্যের বাঁধভাঙা অন্ধকারে আজ,
                                                                   কেবল একাকীত্বটুকুই দায়।

রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০১২

Ishq Sufiyana Bangla Translation

Song Title: Ishq Sufiyana
Music Director: Vishal Dadlani, Shekhar Ravjiani
Singer(s): Kamal Khan, Sunidhi Chauhan
Lyricist: Rajat Arora
Song Duration (mm:ss):