এই রোদজ্বলা দুপুরগুলোয় আমার হাটাহাটিই সার,
আমায় কেউ ছায়া দেবে না........
সরে যাও, দূরে; আমার পথটুকুও না মাড়িয়ে,
আমায় করতে চেও না নিজের ছায়াটাও।
*******************************
বিলডাকাতিয়ার পাড়ে প্রখর সূর্যের হাসি,
কোন সে গাঁয়ে বাঁশির সুর সর্বনাশী,
সেই সে বাঁশির সুর আমায় টেনে নামায় জলে, অন্ধকারে;
জোৎস্নারাতে কি অপরূপ!
যুবতী বিলডাকাতিয়া।
*******************************
বুকের ভিতর থিকা উথলে ওঠে দুঃখ
তাহার ভিতর সম্ভাবনার বীজ
সেই জমি বর্গায় চাষ করে অপরাজিতা।
তোমার ঠোঁটের দিকে তাকিয়ে একদিন বলে উঠেছিলাম
"ভালোবাসায় নাকি খাঁদ নেই। আমিতো দেখতে পাই অনেকটাই আছে।"
তোমার ছোট উচ্চারণ "ব্যাখ্যা কর।"
বলেছিলাম "ঝগড়া, হিংসা কিংবা শরীরের চাহিদা, খাঁদ নয় বুঝি?"
তুমি হেসে উঠে গেয়েছিলে পুরোনো এক গান......
"যে জন প্রেমের ভাব জানে না......."
আরও বললে "তুমি আজও সোনা-খাঁদের পার্থক্য করতে পারলে না।"
তোমার কথায় হেসে উঠেছিলাম, হেসে উঠেছিলাম
হো হো করে, প্রচন্ড শব্দে।
তুমি বিরক্ত হয়ে বলেছিলে, "ইশ, এতো বিশ্রী করে হেসো না তো।"
তবু হাসি আমার থামে নি সেদিন।
Song Title: Ishq Sufiyana Music Director: Vishal Dadlani, Shekhar Ravjiani Singer(s): Kamal Khan, Sunidhi Chauhan Lyricist: Rajat Arora Song Duration (mm:ss):