সোমবার, ১৫ আগস্ট, ২০২২

তুমি এসো

তুমি এসো -
                  শ্রাবণ ঘনঘোরে
                  আমার ঘোর হয়ে
                  বৃষ্টি ভেজা চুলে।

তুমি এসো -
                  অসামাল পায়ে
                  কেবলি সুর হয়ে
                  অশ্রু সজল চোখে।


আগস্ট ১৫, ২০১১

শনিবার, ১৬ জুলাই, ২০২২

শব্দজট-১

জীবন খুঁজে জীবন পাবার উল্লাসে মাতা ঝোঁক,
মরণ খুঁজে মরণের তেজে কাঁপা-কাঁপা কিছু শোক।
হারিয়ে আকাশ নিঃস্ব এই চোখদুটো আর জ্বলে না,
পাতালে নেমে সংঘাত ঘাতে পরান-পাথর গলে না।
বিশ্বাস করা রত্ন কেবল আঁধার ঘরে ভাসে,
বেঈমানীর চাপে পিষ্ঠ শরীর পরিণত হয় লাশে।
সমুদ্র বিজয়ে অকালপক্ক মুণির ভাঙ্গে ধ্যান,
সেয়ানে সেয়ানে কপাল ঠুকুনি সরস জীবন-জ্ঞান।
হঠাৎ পাওয়া কবিতার খাতা শব্দ অনেক সাজে,
প্রতিদিনকার জীবন আজিকে শেল হয়ে কোথা বাজে?

জুলাই ১৫, ২০১২ (সম্ভবত) 

সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০১২

নিজেকে উৎসর্গ করে লেখা

মন তোর সব কথা তুই বল
তোর মনের দরজা খোল
মন দরজার চাবি তোরই হাতে।

ও তুই বড়ই সাধারণ
তোর কথার মাঝেই মন
আর এক ফোঁটা জল দুটি আখিঁপাতে।

মন তোর কথা বলার আশা
আর না বলার সে ভাষা
দে ভাসিয়ে মন গঙ্গায় প্রাতে।

ও তোর মন ময়ূর পাখা মেলা
রোদের ছায়ায় আকাশ-কুসুম খেলা
সব যে ভেজা কোমল বৃষ্টিতে।

মন তোর ধৈর্য ধরার বাঁধ
আরও বেঁচে থাকার সাধ
হারিয়ে গেছে এক জোৎস্না রাতে।

রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১২

অলীক স্বপ্নব্যঞ্জন

আঁধার বাড়ানো জোনাক জ্বলা রাত পেরিয়ে একমুঠো সোনা রোদ আমার গায়ে,
ছোট্ট জানালাটা গলে অসীম আকাশের একখন্ড সীমিত আকাশ আমার বিছানায়।

মৃদমন্দ ঠান্ডা বাতাসে বিক্ষিপ্ত মন আমার,
মহাকাব্যের বন্দরে ক্ষুদ্র এক জাহাজ হয়ে,
                                                            নোঙর করতে চায়।

পিচের চকচকে রাস্তায় তলাখসা জুতো আমার,
হাজার বছর ক্লান্তিহীন পৃথিবীর পথে হেটে,
                                                            জীবনানন্দ পেতে চায়।

শেওলা পিছল ছাদে বসে শুকিয়ে আসা চোখ আমার,
কনে দেখা আলোয় এক লহমায় বিশ্ব-চরাচর,
                                                            দেখে নিতে চায়।

কোমল অন্ধকারে এলোমেলো সন্ধ্যায় আমার হাত,
বৃষ্টির সবটুকু ছোঁয়া-অছোঁয়া জলকণা,
                                                            ধরে রাখতে চায়।

আর হাজার বছরের পুরোনো গভীর আঁধারে সমস্ত জীবন আমার,
কেবল উৎসুক হয়ে আরেকটি নতুন ভোরের অপেক্ষা,
                                                            করে যেতে চায়।
আঙুলের কড়ে গোনা সময়,
কড় ক্ষয়ে যাওয়া প্রান্তদ্বয়,
আমি জানি তো, জানি নিশ্চয়,
                   আজ সকালের জীবন অকারন।

তার দুটি প্রান্তে ঘুম,
সেথায় অন্ধকারের ধুম,
সেই অন্ধকারেই নিঝুম,
                   আলেয়ার মত একটুখানি জীবন।

বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১২

টুকরো কিছু কথা কবিতার খাতা থেকে

ছেড়ে দাও ওসব কথা, বাদ দাও,
ভুলে যেও সবটুকুই; সবকিছু, পারলে নামটাও।

এই রোদজ্বলা দুপুরগুলোয় আমার হাটাহাটিই সার,
আমায় কেউ ছায়া দেবে না........
সরে যাও, দূরে; আমার পথটুকুও না মাড়িয়ে,
আমায় করতে চেও না নিজের ছায়াটাও।

*******************************

বিলডাকাতিয়ার পাড়ে প্রখর সূর্যের হাসি,
কোন সে গাঁয়ে বাঁশির সুর সর্বনাশী,
সেই সে বাঁশির সুর আমায় টেনে নামায় জলে, অন্ধকারে;
জোৎস্নারাতে কি অপরূপ!
যুবতী বিলডাকাতিয়া।

*******************************

বুকের ভিতর থিকা উথলে ওঠে দুঃখ
            তাহার ভিতর সম্ভাবনার বীজ
সেই জমি বর্গায় চাষ করে অপরাজিতা।

তোমার এষণায়

তুমি এসো-
         শ্রাবণ ঘণঘোরে,
         আমার ঘোর হয়ে,
                   বৃষ্টি ভেজা চুলে।

তুমি এসো-
         ঝঞ্ঝা বিক্ষুব্ধতায়,
         আমার অশান্তি হয়ে,
                   শ্রান্ত-শান্ত মনে।

তুমি এসো-
         কাঁকনের কলরবে,
         আমার হৃদকম্পন হয়ে,
                   নীলাম্বরীতে।

তুমি এসো-
         অসামাল পায়ে,
         কেবলই সুর হয়ে,
                   অশ্রু সজল চোখে।