সোমবার, ১৫ আগস্ট, ২০২২

তুমি এসো

তুমি এসো -
                  শ্রাবণ ঘনঘোরে
                  আমার ঘোর হয়ে
                  বৃষ্টি ভেজা চুলে।

তুমি এসো -
                  অসামাল পায়ে
                  কেবলি সুর হয়ে
                  অশ্রু সজল চোখে।


আগস্ট ১৫, ২০১১

শনিবার, ১৬ জুলাই, ২০২২

শব্দজট-১

জীবন খুঁজে জীবন পাবার উল্লাসে মাতা ঝোঁক,
মরণ খুঁজে মরণের তেজে কাঁপা-কাঁপা কিছু শোক।
হারিয়ে আকাশ নিঃস্ব এই চোখদুটো আর জ্বলে না,
পাতালে নেমে সংঘাত ঘাতে পরান-পাথর গলে না।
বিশ্বাস করা রত্ন কেবল আঁধার ঘরে ভাসে,
বেঈমানীর চাপে পিষ্ঠ শরীর পরিণত হয় লাশে।
সমুদ্র বিজয়ে অকালপক্ক মুণির ভাঙ্গে ধ্যান,
সেয়ানে সেয়ানে কপাল ঠুকুনি সরস জীবন-জ্ঞান।
হঠাৎ পাওয়া কবিতার খাতা শব্দ অনেক সাজে,
প্রতিদিনকার জীবন আজিকে শেল হয়ে কোথা বাজে?

জুলাই ১৫, ২০১২ (সম্ভবত)